সাভারে পাওয়ার গ্রিডে আগুন
সাভার পাওয়ার গ্রিডে আগুন। ছবি: আমাদের সময়
সাভারে একটি বিদ্যুতের পাওয়ার গ্রিডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।
আজ মঙ্গলবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সাভারের আমিনবাজারে অবস্থিত বিদ্যুতের পাওয়ার গ্রিডে এই আগুনের ঘটনা ঘটে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের টেলিফোন অপারেটর শাহাদাৎ হোসেন জানান, সকাল সোয়া ৭টার দিকে বিদ্যুতের ওই পাওয়ার গ্রিডে আগুনের খবরে প্রথমে সাভার ও ট্যানারী ফায়ার স্টেশন থেকে মোট ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বেশি থাকায় আশেপাশের স্টেশন থেকে আরেও ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে যোগ দেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে জানিয়ে তিনি আরেও জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।