আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ মঙ্গলবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
অর্থ উপদেষ্টার কর্মসূচি
বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
যুব ও ক্রীড়া উপদেষ্টার কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বিকেল ৩টায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে বাংলাদেশ জাতীয় নারী কাবাডি দলের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বিএনপির কর্মসূচি
বিকেল ৪টায় গুলশানে হোটেল লেকশোর-এ ‘আমরা বিএনপি পরিবার’-এর ইফতার মাহফিলে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ও সিনিয়র নেতারা।
বিকেল সাড়ে ৩টায় মিরপুর-১৩-তে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বিকেল ৪টায় পুরানা পল্টনে ওয়েস্টার্ন রেস্টুরেন্টে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এ ছাড়া অনলাইনে বক্তৃতা করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।
বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার সামনে ঢাবি সাদা দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি।
এনসিপির কর্মসূচি
বিকেল সাড়ে ৪টায় ফ্যাসিবাদবিরোধী রাজনীতিক, ছাত্র-শ্রমিক, পেশাজীবী, অ্যাকটিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার মাহফিল।