বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ ২০২৫, ০১:১২
শেয়ার :
বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ট্রাকচালক গ্রেপ্তার

বনানীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগ এক ট্রাকচালককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সাইবার ক্রাইম ইউনিট। আজ মঙ্গলবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানিয়েছে তারা।

গতকাল সোমবার বনানীতে গাড়িচাপায় এক নারী পোশাকশ্রমিক নিহত ও আরেকজন আহত হন। এ ঘটনার প্রতিবাদে ওই এলাকার সড়ক অবরোধ করেন পোশাকশ্রমিকরা । এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

গতকাল ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত পোশাকশ্রমিকের নাম মিনারা আক্তার। আহতের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।