প্রবাসীকে বেঁধে রেখে বাড়িঘরে হামলা ও ভাঙচুর

বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ২০:৪২
শেয়ার :
প্রবাসীকে বেঁধে রেখে বাড়িঘরে হামলা ও ভাঙচুর

নোয়াখালীর বেগমগঞ্জে এক প্রবাসীকে মসজিদের পাশে বেঁধে রাখে বাড়িতে ঢুকে একদল লোক হামলা ও লুটপাট চালিয়েছে। এ সময় তারা প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করেন। গতকাল রবিবার মাগরিবের নামাজের পর উপজেলার হাজীপুরে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী প্রবাসী কামরুল হাসান জানান, তিনি মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হওয়ার পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী এলাকার আব্দুস সালামের ছেলে এলাকার স্থানীয় সন্ত্রাসী ইমন (২৬) ও তার দলবল মসজিদের পাশে তাকে বেঁধে রেখে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা করেন। এ সময় তারা ওই প্রবাসীর স্ত্রী নাজমা বেগমের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বাড়িতে ঢুকে নাজমাকে ধর্ষণের জন্য ধ্বস্তাধস্তি শুরু করেন। এতে বাধা দেওয়ায় শাশুড়িসহ অন্যান্যদেরকে মারধর এবং ঘরের আসবাবপত্র, স্টিলের আলমারি ও সোকেস ভেঙে স্বর্ণ ও নগদ টাকা লুটপাট করে।  

তিনি আরও বলেন, ‘আমি ৯৯৯ তে কল দিলে পুলিশ বলে থানায় এসে আগে অভিযোগ করেন, তারপর আমরা যাব। সে মতে অভিযোগ লিখে জমা দিয়েছি। তবে আফসোসের বিষয় হলো, মানুষের এমন কঠিন সময়ে যদি পুলিশ এ ধরনের কথা বলে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে।’

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, অভিযোগটি খোঁজ করে ঘটনার সত্যতা যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।