বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন ড. জিয়াউদ্দীন হায়দার

নিজস্ব প্রতিবেদক
১০ মার্চ ২০২৫, ১৮:৪৬
শেয়ার :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হলেন ড. জিয়াউদ্দীন হায়দার

স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. জিয়া উদ্দিন হায়দারকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা করা হয়েছে। আজ সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

সম্প্রতি বিশ্ব ব্যাংকের সিনিয়র হেলথ স্পেশালিস্ট থেকে অবসর নেন জিয়া উদ্দিন হায়দার। তার জন্ম ঝালকাঠি সদর উপজেলার নৈকাঠি গ্রামে।

জিয়াউদ্দিন হায়দার আশির দশকে বরিশাল জেলা ছাত্রদলের সহসভাপতি এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ছিলেন। একজন পেশাদার স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং উন্নয়ন ব্যক্তিত্ব হিসেবে জিয়া হায়দার এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার ৩৫ দেশে টেকসই স্বাস্থ্য, পুষ্টি ও টেকসই উন্নয়নে ৩০ বছর কাজ করেছেন। সর্বশেষ তিনি ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংককের একজন সিনিয়র স্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ হিসেবে কাজ করে গত বছরের ফেব্রুয়ারিতে অবসরে যান।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস, ফিলিপাইন ইউনিভার্সিটি থেকে খাদ্য ও পুষ্টি পরিকল্পনায় মাস্টার্স এবং সুইডেনেরে উমিয়া ইউনিভার্সিটি থেকে পুষ্টি ও মহামারী বিদ্যালয় পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ড. জিয়া হায়দার ফিলিপাইন বিশ্ববিদ্যালয়ের একজন অ্যাডজাঙ্কট সহযোগী অধ্যাপক।