ঈদের নামাজ নিয়ে যে উদ্যোগ নিলেন তামিম মৃধা
দেশের জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা তামিম মৃধা। বর্তমানে তার জীবনযাপন, পোশাক-আশাক অনেকটাই বদলে গেছে। পরিবর্তন এনেছেন চিন্তা-ভাবনাতেও। ইউটিউবে নিয়মিত ইসলামিক পডকাস্ট নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। যেখানে অতিথি হিসেবে আসছেন দেশের প্রখ্যাত ইসলামিক স্কলার ও ব্যক্তিত্বরা।
শুধু তাই নয়, ইসলামের প্রচারে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিচ্ছেন এই তারকা। তারই ধারাবাহিকতায় এবার নিজ গ্রামের ঈদগাহে ঈদের নামাজ আদায়ের উদ্যোগ নিয়েছেন তামিম মৃধা ও তার পরিবার।
এই অভিনেতা জানান, এবারের ঈদে তার গ্রামের ৭টি মসজিদ আলাদা ঈদের জামাত না পড়ে একসঙ্গে সকলে ঈদগাহে ঈদের জামাত আদায় করবেন।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সম্প্রতি এক ফেসবুক পোস্টে তামিম মৃধা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার গ্রাম কৃষ্ণনগরের ৭টি মসজিদের প্রতিনিধি নিয়ে জুম্মার পর আলোচনা ডাকা হয়। যেখানে সবাই একমত হয়েছেন ঈদের নামাজ আলাদা ৭টি মসজিদে না পড়ে একসাথে ঈদগাহের মাঠে পড়ার জন্য।’
তামিমের কথায়, ‘ঈদের জামাত ঈদগাহে আদায় করাটা সুন্নত। আমাদের প্রিয় নবি সবসময় ঈদের নামাজ ঈদগাহে আদায় করার জন্য উৎসাহ দিয়েছেন। সে জায়গা থেকেই আমাদের গ্রামে এবার সকলকে নিয়ে ঈদগাহে ঈদের নামাজ আদায়ের উদ্যোগটা নেওয়া।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এই অভিনেতা আরও বলেন, ‘একটা সময়ে কিন্তু সকলে ঈদের নামাজ ঈদগাহে আদায় করতেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে। আমরা চাই, ঈদের নামাজ নিয়ে কোনো বিভাজন না থাকুক। সকলে একসঙ্গে ঈদগাহে জামাত আদায় করুক। এটাই তো আমার ধর্মের সৌন্দর্য।’
উল্লেখ্য, তামিম মৃধা ক্যারিয়ার শুরু হয় গান দিয়ে। এসএ টিভির ‘বাংলাদেশ আইডল’ প্রতিযোগিতায় তার অবস্থান ছিল ১৪ নম্বরে। গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন। তার সেই ভিডিওগুলো তামিমের জন্য একটি নতুন দরজা খুলে দেয়। ২০১৫ সালে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে। এয়ারটেলের নতুন টেলিছবির নাম ছিল ‘মাংকি বিজনেস’। পরিচালক রাহাত রহমান। এভাবেই তার অভিনয়ের শুরু। পরে তিনি নিয়মিত নাটকে অভিনয় শুরু করেন। বর্তমানে ইসলাম ধর্মপালনে মনোযোগী হয়েছেন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’