ধর্ষণের বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টির মশাল মিছিল
মাগুরায় আট বছরের শিশু আছিয়াসহ দেশে সকল ধর্ষণের প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মশাল মিছিল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি গাজীপুর মহানগর শাখা।
আজ রবিবার রাত ১০টায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর শফিউদ্দিন কলেজের সামনে থেকে মশাল নিয়ে মিছিল সহকারে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়।
এ সময় নেতৃবৃন্দরা আট বছরের শিশু আছিয়াসহ দেশের সকল ধর্ষণের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসিতে ঝুলিয়ে বিচার কার্যকারের দাবি করেন। সেই সঙ্গে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে অনুরোধ জানান।
মশাল মিছিল বিক্ষোভ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুরের সদস্য সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আকাশ ঘোষ, মোজাম্মেল হোসেন তানজিল, যুগ্ম সদস্য সচিব নাহিদ হাসান শাওন, সংগঠক সাইফুল ইসলাম আকাশ, আহ্বায়ক সদস্য মো. আকাশ খান, মৃদুল, আব্দুল কাইয়ুম, আরিয়ান হৃদয়, মো. আকাশ, আবু ইসহাক রুহুল্লাহ্, টংগী পূর্ব থানা প্রতিনিধি শাদীদ মারজান নাফি, নাজমুল ইসলাম সরকার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টিসহ সংগঠনের প্রায় ২০০ সদস্য।