শেখ পরিবারের নামে থাকা সশস্ত্র বাহিনীর ৮ সংস্থার নাম পরিবর্তন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বদলে দেওয়া হয়েছে।
আজ রবিবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফ উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নাম অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে রয়েছেন। এর মধ্যে নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে সার সংক্ষেপ পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বানৌজা বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, বানৌজা খালিদ বিন ওয়ালিদ নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা ঢাকা, বানৌজা শেখ হাসিনা নাম পরিবর্তন করে রাখা হয়েছে বানৌজা পেকুয়া, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার, বঙ্গবন্ধু এ্যারোনটিক্যাল সেন্টার বিমান বাহিনী নাম পরিবর্তন করে রাখা হয়েছে বাংলাদেশ এ্যারোনটিক্যাল সেন্টার, বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে বিএএফএ কমপ্লেক্স, শেখ হাসিনা কমপ্লেক্স নাম পরিবর্তন করে রাখা হয়েছে ডিএসসিএসসি কমপ্লেক্স, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রতিরক্ষা জাদুঘর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?