মায়ের সঙ্গে বন্দী ১০ শিশুকেও খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল
আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সারাদেশে ৬ থেকে ১১ মাস এবং ১২ থেকে ৫৯ মাসের শিশুকে একটি করে বিনামূল্যে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মায়ের সঙ্গে বন্দী থাকা ১০ শিশুকেও এ ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। তাদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ওই দিন রাজশাহীতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৫০০ শিশু ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মাহবুবা খাতুন। আজ রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
সিভিল সার্জন বলেন, সিটি করপোরেশন বাদে রাজশাহী ৯টি উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার শিশুকে একটি নীল রঙের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৭২ হাজার শিশুকে লাল রঙের একটি করে ক্যাপসুল খাওয়ানো হবে। ওই দিন সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার ২ হাজার ২০১টি কেন্দ্রে টিকা খাওয়ানো হবে।
এদিকে সিটি করপোরেশন এলাকায় ৬ থেকে ১১ মাস বয়সী সাড়ে ৮ হাজার শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাসের ৬১ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মায়ের সঙ্গে থাকা ১০ শিশুকেও নিয়ম অনুযায়ী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। সিটি করপোরেশন এলাকায় ৪৮৩টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাম এলাকায় প্রতি ওয়ার্ডের ৮টি অস্থায়ী নিয়মিত টিকাদান কেন্দ্রকে ভিটামিন ‘এ’ বিতরণের জন্য ক্যাম্পেইন কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে এবং এই কেন্দ্রে ক্যাম্পেইন পরিচালিত হবে। তবে ভ্রমণে থাকা শিশুরা যেন বাদ না পড়ে সেজন্য (প্রতি উপজেলায় ১টি করে এবং সিটি কর্পোরেশন/পৌর এলাকায়) প্রয়োজন অনুযায়ী রেল স্টেশন, বাস টার্মিনাল, ফেরিঘাট, লঞ্চঘাটে অতিরিক্ত কেন্দ্র থাকবে।