অবশেষে প্রেম নিয়ে মুখ খুললেন অহনা
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। সম্প্রতি ওমরাহ পালন করে এসেছেন এই অভিনেত্রী। এরপর থেকেই কমিয়ে দিয়েছেন অভিনয়। শোবিজের বিভিন্ন অনুষ্ঠানেও তাকে পাওয়া যায় বোরকা বা হিজাব পরা অবস্থায়।
এর মধ্যে গতকাল শনিবার ‘দ্য আরজে কিবরিয়া শো’র অতিথি হয়েছেন অহনা। কথা বলেছেন অভিনয় ও ব্যক্তিজীবন নিয়ে। দীর্ঘ আলাপচারিতায় অভিনেত্রী কথা বলেন প্রথম প্রেম নিয়েও। অহনা বলেন, ‘করোনার আগে আমার একটা রিলেশন ছিল। তখন তো সব বন্ধ ছিল। বন্ধ জায়গায় সবকিছুই ভালো লাগে। ৭ বছর সময় নিয়ে সে আমাকে পটিয়েছে। যা যা করা দরকার- সব সে করেছে। যখন ডেট করেছি, তখন সে শূন্য ছিল। জিরো, জিরো কোনো কিছু হিরো নিতে চায় না। আমি সম্পর্কে গিয়েছি। তাকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করেছি। তার ক্যারিয়ারটা ভালো করুক। বেকআপ হয়ে গেছে অনেকটা সময়ের পরে। কোনো একটা কারণে সম্পর্ক নষ্ট যায়।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘ওই তিন বছর আমি কাজ করিনি। ফ্রেন্ড সার্কেল বলেছে। তারা আমাকে কাজ করতে বলেছে। এক্সপেরিয়েন্স বাজে ছিল। মেমোরি কিছু এত সুন্দর ছিল মাইন্ড থেকে বের করতে পারছিলাম না। শুটিংয়ে ফেরার পরের কথা, সিঙ্গেল প্লেসে মেয়েদের জন্য অনেক ঝামেলা হয়। গুরা থেকে বুড়া সবাই দাঁড়ায় আছে আমাকে একটু পাত্তা দেন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এদিকে মাঝে শোবিজে গুঞ্জন রটে- শামীম হাসান সরকারের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অহনা! কাজের বাইরে তাদের দেখা গেছে বিভিন্ন রেস্তোরাঁয়। আর সে কারণে গুঞ্জনের হাওয়া বইতে থাকে জোর গতিতে। আরজে কিবরিয়া শোতে নাম প্রকাশ না করলেও প্রসঙ্গটি টেনে আনেন অহনা। বলেন, ‘তিন বছর কাজ করিনি। যেই মানুষটার কথা আমি এখন বলছি। যাকে নিয়ে এখন অনেক লেখালেখি হচ্ছে। ওই সময়ে ওই মানুষটার সঙ্গে আমার মাত্র পরিচয় হয়েছে। আমাদের সময় ভালো কাটতেছিল। একদিন কিন্তু কিছু ভালো স্মৃতি ছিল, যা বারবার মনে করিয়ে দিত আমাকে। একদিন তাকে বললাম, তুমি কি সিঙ্গেল। আমিও গুলায় ফেলেছি! আচ্ছা দেখি। অপজিটের মানুষটা সিরিয়াস, আপনিও সিরিয়াস। আচ্ছা বিয়ে করি, আচ্ছা আমি কী করছি! আমি কেন বিয়ে করতে যাচ্ছি। তখন আমর ঘোর ভাঙে।’
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’