মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা ব্যবসায়ী

শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ১৬:৫০
শেয়ার :
মরা গরুর মাংস বিক্রি করতে গিয়ে ধরা ব্যবসায়ী

চাঁদপুরের শাহরাস্তিতে মরা গরুর মাংস বিক্রি করার দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরনাইয়া বাজারে এ ঘটনা ঘটে।

দণ্ড পাওয়া ওই মাংস ব্যবসায়ীর নাম মো. হেলাল উদ্দিন। তিনি উপজেলার মির্জাপুর গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানান, ব্যবসায়ী হেলাল উদ্দিনের বিরুদ্ধে আগেও মরা গরুর মাংস বিক্রি করার অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বেরনাইয়া বাজারের মাংস ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন মরা গরু জবাই করে মাংস বিক্রি করছিলেন। স্থানীয় লোকজন প্রশাসনকে বিষয়টি অবগত করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানার নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হেলালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। আদালতে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদুর রহমান ও শাহরাস্তি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ও সঙ্গীও ফোর্স।

পরে মরা গরুর মাংস জব্দ করে স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসীর সহযোগিতায় মাটিচাপা দেওয়া হয়।