বিচার চাইলেন শাকিব খান
মাগুরায় বড়বোনের বাড়িতে বেড়াতে এসে বোনের শশুরের দ্বারা ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। এমনকি এই ঘটনার সঙ্গে জড়িত শিশুটির দুলাভাই নিজেও। ঘটনাটি গত ৬ মার্চ বৃহস্পতিবারের। শিশুর অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছেন। এবার বিষয়টি নিয়ে বিচার চাইলেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খান।
সিনেমার এই সুপারস্টার ছিলেন আমেরিকায়। মাত্রই ফিরেছেন। শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানায়, বিষয়টি নিয়ে আট-দশজন নাগরিকের মতোই আহত করেছে শাকিব খানকে। চিত্রনায়ক তার ফেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘জাস্টিস ফর আছিয়া, উই ওয়ান্ট জাস্টিস।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সম্প্রতি শাকিবের ‘নবাব এলএল.বি’ সিনেমা ছিল বেশ আলোচিত। এর গল্পও গড়ে উঠেছিল একটি ধর্ষণ কাণ্ড নিয়ে। যেখানে শাকিব খান একজন আইনজীবীর ভূমিকায় দেখা গেছে। লড়েছিলেন ধর্ষণের বিচারের দাবিতে। এবার বাস্তব জীবনেও সামাজিক জনমত গড়ার চেষ্টা করছেন এই অভিনেতা।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট