ভোররাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬

চাঁদপুর প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ০৯:৪৪
শেয়ার :
ভোররাতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৬

চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় এক পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন।আজ রবিবার ভোররাতে কোড়ালিয়া এলাকার জাকিরের ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- আব্দুর রহমান সরদার (৭০), তার স্ত্রী শাহানুর বেগম (৬০), বড় ছেলে ইমাম হোসেন (৪০) ও তার স্ত্রী খাদিজা আক্তার (৩২), মেঝো ছেলের বৌ নিপা আক্তার (২৬) ও ছোট ছেলে মহিন (১৮)। এদের মধ্যে ইমাম হোসেন ও নিপা আক্তার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের ঢাকায় রেফার করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ইমাম হোসেন বলেন, তিনি শহরের বড় স্টেশন মাছঘাটে মাছের ব্যবসা করেন। অগ্নিদগ্ধরা তার পরিবারের সদস্য।

অগ্নিদগ্ধ আব্দুর রহমানের ভাগিনা মাহমুদ বলেন, ‘ভোররাতে সাহরি খাবার জন্য খাবার গরম করতে চুলা জ্বালালে বিস্ফোরণ ঘটে। পরে দগ্ধদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়।’  

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান জানান, ঢাকায় যাদের প্রেরণ করা হয়েছে তাদের শরীরের ৫০ থেকে ৬০ ভাগ পুড়েছে। হাসপাতালে চিকিৎসাধীন দুজনের ২০ ভাগ পুড়েছে। দগ্ধ কাউকেই শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

হাসপাতালের সার্জারি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক রফিকুল হাসান ফয়সাল বলেন, দগ্ধ রোগীদের হাসপাতালে আনার পর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়। বাকি দুজন হাসপাতালের ওয়ান স্টফ ইমার্জেন্সি কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঢামেক হাসপাতাল সূত্রে জানা গেছে, খাদিজার শরীরের শতকরা ৮৫ ভাগ দগ্ধ হয়েছে। এ ছাড়া শাহনাজ বেগম শতকরা ২০ ভাগ, আবদুর রহমান শতকরা ১৮ ভাগ এবং মহিন শতকরা ১৫ ভাগ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।