জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, ধর্ষকদের গ্রেপ্তারের দাবি
ধর্ষকদের দ্রুত গ্রেপ্তার ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।এ সময় মহাসড়কে রাতে দেড় ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। মধ্যরাতে সড়কে আটকে থেকে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়েন দূরপাল্লার যাত্রীরা।
রাত দেড়টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকা থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন। তারা রাত ৩টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ সময় তারা ‘ধর্ষকদের গদিতে, আগুন জ্বালো এক সাথে’; ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’; ‘হলে হলে খবর দে, ধর্ষকদের কবর দে’, ‘চব্বিশের বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই' ইত্যাদি স্লোগান দিতে থাকে।
এ সময় শিক্ষর্থীরা বলেন, ‘গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটছে। অথচ সরকারের নীরব ভূমিকা পারন করছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
৪৮ ঘণ্টার মধ্যে এসব ঘটনায় জড়িত ধর্ষকদের গ্রেপ্তার করে কার্যকর ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচি এবং ঢাকা-আরিচা মহাসড়ক ব্লক করে দেওয়ার ঘোষণা দেন তারা।