আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানা ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন।
আজ রবিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা-২০২৫-এর স্টল পরিদর্শন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টার কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
দুপুর ২টায় ঘটিকায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বস্ত্র ও পাট উপদেষ্টার কর্মসূচি
বিকেল সাড়ে ৩টায় ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্য ও তাঁত বস্ত্র মেলা-২০২৫-এর স্টল পরিদর্শন করবেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিএনপির কর্মসূচি
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
দুপুর ২টায় মিরপুর ১৪ এর উত্তর ইব্রাহিমপুর জামেউল উলুম মাদ্রাসা মাঠে ঢাকা মহানগর উত্তর কাফরুল থানা বিএনপির কর্মীসভা ও ৩১ দফা কর্মশালা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
লাঠি মিছিল
সারা দেশে অব্যাহত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে লাঠি মিছিল বের হবে। ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি বের হবে।
ফাওজুল কবিরের কর্মসূচি
ঈদুল ফিতর ঘিরে সড়ক ও রেলপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে দুপুর ২টায় বিদ্যুৎ ভবনের বিজয় হলে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে প্রেস ব্রিফিং করবেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।