সরকার নারীর নিরাপত্তা দিতে পারছে না: সারজিস আলম

অনলাইন ডেস্ক
০৮ মার্চ ২০২৫, ২১:১৩
শেয়ার :
সরকার নারীর নিরাপত্তা দিতে পারছে না: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘একজন নারীকে যতটুকু নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ছিল, এই সরকার সেটা নিশ্চিত করতে পারছে না। আজকের পর থেকে সুস্পষ্ট অবস্থান দেখতে চায়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যর্থ দেখতে চায় না মানুষ। নারীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা সরকার নেবে বলেই আশা করা যায়।’

আজ শনিবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীর প্রতি সংঘটিত ধারাবাহিক সহিংসতা, নিপীড়ন ও সাইবার হয়রানির প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে ‘মা ও বোনদের’ পাশে থাকার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, ‘একজন নারীর যতটুকু নিরাপদ অনুভব করার কথা, তা এই মুহূর্তে করছে না। শকুনদের হাত থেকে বোনদের রক্ষা করা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’

এনসিপির এ নেতা আরও বলেন, ‘রাষ্ট্র আর ধর্ম আলাদা। রাষ্ট্রকে সব ধর্মকে ধারণ করতে হয়। রাষ্ট্রকে নিজের ঘর মনে করলে হবে না। যেসব নারী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছে, স্পেসিফিক টার্গেট করে তাদের নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। কেউ যাতে কারও ব্যক্তিগত বিশ্বাস অন্যের ওপর চাপিয়ে না দেয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হতে হবে।’

এ সময় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম, শহিদ মাসুদ রানার স্ত্রী জান্নাতুল ফেরদৌস সাফা, শহিদ মোহাম্মদ সোহাগের স্ত্রী রিমা আক্তার, ছাত্রনেত্রী শ্যামলী সুলতানা জেদনী প্রমুখ।