আইনের শাসন প্রতিষ্ঠা করুন: সেলিমা রহমান
আইনের শাসন প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
মাগুরায় নির্যাতনের শিকার হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শিশুর খোঁজ নেওয়ার পর আজ শনিবার তিনি এ আহ্বান জানান।
নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান ও সদস্যসচিব অ্যাডভোকেট নিপুণরায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেলা দেড়টার দিকে হাসাপাতালে যায়।
সেলিমা রহমান বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে অপরাধ করলেও বিচার হতো না—এই ধারাবাহিকতা থেকেই মাগুরায় এই শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এই পরিবারের বিরুদ্ধে অতীতেও নানা অপকর্ম করার অভিযোগ আছে। অন্তর্বর্তী সরকারকে বলব, অবিলম্বে দেশে সুশাসন প্রতিষ্ঠা করুন।’
মাগুরায় নির্যাতিত আট বছরের শিশুর সম্পূর্ণ চিকিৎসা এবং পরিবারের সকল প্রকার দায় দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ফোনে সরাসরি শিশুটির পরিবারের সঙ্গে কথা বলেছেন বলে জানান অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী।
এই প্রতিনিধিদলে ছিলেন নারী ও শিশু অধিকার ফোরাম ও বিএনপির কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু, ডা. রফিকুল ইসলাম, নিলোফার চৌধুরী মনি, হালিমা আর্লি, মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী, ঢাকা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন প্রমুখ।
গত বৃহস্পতিবার মাগুরার নিজনান্দুয়ালী চরপাড়ায় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়ে দুলাভাই সজীব শেখ (১৯) আট বছরের শিশু ধর্ষণের শিকার হয়। শিশুটি অবস্থার অবনতি হলে শিশুটিকে ঢামেকে ভর্তি করে। এখন আইসিইউতে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার