ভাইদের কোদালের আঘাতে আরেক ভাই নিহত
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের যোগী গ্রামে চাচাতো ভাইদের কোদালের আঘাতে শহিদুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার দুপুরে সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শহিদুল পেশায় কৃষক। তিনি যোগী গ্রামের মৃত আজহার বিশ্বাসের ছেলে।
স্থানীয়রা জানান, সদর উপজেলার ওসমানপুরের মাঠে ধান ক্ষেতে পানি দিচ্ছিলেন শহিদুল ইসলাম। জমিজমা নিয়ে বিরোধের জেরে শহিদুলের চাচাতো ভাই বিল্লাল, ইখলাস ও রাসেল তার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এ সময় তিন ভাই মিলে শহিদুলকে কোদাল দিয়ে আঘাত করেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযুক্তদের ধরতে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।