যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেডসহ মুদি ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১৪:২৮
শেয়ার :
যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও গ্রেনেডসহ মুদি ব্যবসায়ী গ্রেপ্তার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি ওয়ান শ্যুটারগান ও ৪টি গ্রেনেডসহ যৌথবাহিনী অভিযান চালিয়ে সামচুল আলম বিশ্বাস নামে এক মুদি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়া গ্রামের সাদেক আলী বিশ্বাসের ছেলে।

গতকাল শুক্রবার দিবাগত রাত ৪টার সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া গ্রামের বিশ্বাস পাড়ার সামচুল আলম বিশ্বাসের রান্না ঘরের ভেতর অভিযান পরিচালনা করে যৌথবাহিনী।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দীন বলেন, ‘রাত ৪টার সময় বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বিশ্বাস পাড়া গ্রামের সামচুল আলম বিশ্বাসের রান্নাঘরের ভেতর যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানে ১টি ওয়ান শ্যুটারগান ও ৪টি গ্রেনেড উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’