টেকনাফে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

টেকনাফ প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ১১:২০
শেয়ার :
টেকনাফে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে মাদক মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত নূর মোহাম্মদ নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

গতকাল শুক্রবার ভোর রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে দীর্ঘ ১৫ বছর পর পুরাতন পল্লান পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ থানার এ মামলার নং-৮০৬/১৮।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তর নূর মোহাম্মদ টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকার জাফর হোসাইনের ছেলে।

ওসি জানান, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক নি: মাসুদ ফরহাদ ও সহকারী পরিদর্শক মানুষ বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম পৌরসভার পুরাতন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার ১৫ বছর সাজাপ্রাপ্ত আসামি নূর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে আসে। আসামিকে পরবর্তীতে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।