পুরো ছাত্রদল এটা করেছে, আমি কোথাও বলিনি: সারজিস আলম
রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে গিয়ে বিক্ষোভের মুখে পড়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘পুরো ছাত্রদল এটা করেছে, এটা কিন্তু আমি কোথাও বলিনি। বরং এটা বলা হয়েছে যে, ছাত্রদলের একদম সেন্ট্রাল পোস্টেড আহমেদ শাকিল ইচ্ছাকৃতভাবে সেখানে বিব্রতকর ও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করেছে এবং আপনারা যে ভিডিওটা দেখেছেন সেখানে হাতাহাতির ঘটনা ঘটেছে, এবং সেটা আমি চলে আসার পর।’
আজ শুক্রবার বিকেলে রাজধানীর বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ‘সেখানে (ঘটনাস্থলে) চারটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল। ছাত্রদলের পোস্টেড নেতা শাকিলের সঙ্গে যারা ছিল, তারা কেউ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না। তারা স্থানীয় দুষ্কৃতিকারী। ফলে ছাত্রদলের উচিত শাকিলের বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া। অন্যথায়, তাদের যে কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছেন, দলের ওপর তাদের নিয়ন্ত্রণ নেই এবং দলের ভেতর যে শৃঙ্খলার অভাব সেটি প্রকাশ পায়।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
তিনি বলেন, ‘আমার স্পষ্ট অবস্থান, এ দায় কখনো পুরো ছাত্রদলের ওপর না, বরং ব্যক্তি শাকিল, যিনি ছাত্রদলের পোস্টেড তার ওপর। ফলে ছাত্রদলের উচিত, সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া।’
এদিকে, আজ এক সংবাদ সম্মেলনে সারজিসের দাবিকে দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত বলে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
তিনি বলেন, ‘সারজিস আলমের সাথে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধের সূত্রপাত নাগরিক পার্টি ও গণতান্ত্রিক ছাত্রসংদের ঢাবি বনাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের চলমান অভ্যন্তরীণ কোন্দল থেকে, কিন্তু দুঃখজনকভাবে সারজিস আলস এই ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার জন্য ছাত্রদলকে দায়ী করে ফেসবুকে পোস্ট করেন। তার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও কল্পনাপ্রসূত। ’
ছাত্রদল সভাপতি বলেন, ‘সারজিস আলম তার পোস্টে নর্থ সাউথ বিশ্ববিদ্যালেয়ের শিক্ষার্থীদের সন্ত্রাসী, দুস্কৃতিকারী ও টোকাই সম্বোধন করে বেসকারি সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অপমান করেছেন। আমরা তার এ ঔদ্ধত্যপূর্ণ ও বিদ্বেষমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই। সারজিস আলমের বক্তব্যে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নজিরবিহীন ত্যাগকে মর্যাদাহানি করা হয়েছে। আমরা তার এ বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।’