কবরস্থানে ডেকে নিয়ে উপড়ে ফেলা হলো বৃদ্ধার চোখ

যশোর প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১৮:০৩
শেয়ার :
কবরস্থানে ডেকে নিয়ে উপড়ে ফেলা হলো বৃদ্ধার চোখ

যশোর শহরের বকচর করিম তেল পাম্পের পাশে কবরস্থানে ডেকে নিয়ে শহিদুল ইসলাম (৬০) নামের এক কৃষকের দুচোখ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে সাদ্দাম নামের এক মাদকাসক্ত ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী শহিদুল সম্পর্কে অভিযুক্ত সাদ্দামের খালু। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাদ্দাম কবরস্থানে ডেকে নিয়ে শহিদুলের দুচোখ খুঁচিয়ে উপড়ে ফেলে পালিয়ে যায়।  ভুক্তভোগী শহিদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শহিদুলের স্ত্রী জানান, সাদ্দামকে মদদ দিয়েছেন একই এলাকার তৌহিদ। তার সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ থেকে এ ঘটনা ঘটিয়েছেন। অভিযুক্ত সাদ্দাম মাদকাসক্ত হওয়ায় তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়ে পার পাওয়ার চেষ্টা করছে তৌহিদ।

তিনি আরও বলেন, তৌহিদ বিভিন্ন সময়ে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। তার দাবি, সাদ্দামের সঙ্গে তৌহিদের সখ্যতা ছিল। সাদ্দাম মাদকাসক্ত হওয়ায় তাকে দিয়ে তৌহিদ তার পরিকল্পনা বাস্তবায়ন করেছে।

শহিদুল ইসলামের মেয়ে মারুফা জানান, তার বাবা কৃষি কাজ করে সংসার চালাতেন। খালাতো ভাই সাদ্দাম হোসেন ট্রাক ড্রাইভার ও মাদকাসক্ত।

যশোর জেনারেল হাসপাতালের কর্মরত চিকিৎসক হাসিবুর রহমান জানিয়েছেন, শহিদুলের চোখের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।