মাহে রমজান উপলক্ষে ১২০ দুস্থকে দেওয়া হলো জায়নামাজ
মাহে রমজান উপলক্ষে জায়নামাজ বিতরণ। ছবি: আমাদের সময়
‘আপনার প্রয়োজনে নিয়ে যান, অণ্যের প্রয়োজনে দিয়ে যান’ -এমন স্লোগান নিয়ে গত চার বছরে ধরে অসহায় দুস্থদের সহায়তা করে যাচ্ছে ‘বেস্ট ইনিসিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ নামের একটি সামাজিক সেচ্চাসেবী সংগঠন। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে ১২০ জন অসহায় দুস্থ মানুষকে জায়নামাজ বিতরণ করেছে সংগঠনটি।
আজ শুক্রবার সকালে শহরের যুগীরঘোল এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে জায়নামাজ বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হাসেবে উপস্থিত থেকে জায়নামাজ বিতরণ করেন ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
এ সময় জেলা পুলিশ সুপার শরিফুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পবিত্র মাহে রমজান মাস জুড়ে জায়নামাজ পেয়ে অনেকে আয়োজনকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সমাজের মানুষ যদি দরিদ্রদের পাশে দাঁড়ায় তাহলে অসহায় মানুষ অসহায় থাকবে না বলে মনে করেন সংগঠনের নির্বাহী মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘আমরা সব সময়ই দরিদ্র মানুষের পাশে আছি।’
বৃত্তবানরা এগিয়ে এলে সমাজে মানবকল্যাণ ফিরে আসবে বলে মনে করছে জেলা প্রশাসক মো. আজাদ জাহান।
তিনি বলেন, জেলা প্রশাসন সকল ভালো কাজে সব সময় বিবার পাশে আছে এবং থাকবে।
করোনাকালীন সময় থেকে সমাজের অসহায় দুস্থ পরিবারকে চাল, ডাল, সবজি, পোশাকসহ বিভিন্ন উপকরণ বিতরণ করে আসছে বিবার মানবতার দুয়ার নামের সংগঠনটি।