ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তার

ফুলছড়ি প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১৬:৩৮
শেয়ার :
ডেভিল হান্টে যুবলীগ নেতা গ্রেপ্তার

সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশিদুজ্জামান রোকনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে গাইবান্ধা শহরের হকার্স মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. হাফিজুর রহমান তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারে সুনির্দিষ্ট কারণ বা তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

এর আগে, গত ১১ ফেব্রুয়ারি নাশকতার পরিকল্পনাকারী হিসেবে একই অভিযানের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের নেতা আলমগীর কবিরকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।