‘সর্বোচ্চ দামি’ সাকিবসহ দ্য হানড্রেডের ড্রাফটে নাম ২৯ বাংলাদেশির

স্পোর্টস ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১৬:২০
শেয়ার :
‘সর্বোচ্চ দামি’ সাকিবসহ দ্য হানড্রেডের ড্রাফটে নাম ২৯ বাংলাদেশির

ইংল্যান্ডের ১০০ বলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১২ মার্চ। তার আগে ড্রাফটে নাম লিখিয়েছেন ৩৪৮ বিদেশি ক্রিকেটার। আট দলের এই টুর্নামেন্টে বাইরের দেশের মধ্যে অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ ৭০ জন ক্রিকেটার নিবন্ধন করেছে। এরপর দক্ষিণ আফ্রিকা থেকে ৫৭ ও নিউজিল্যান্ড ও পাকিস্তানের থেকে নিবন্ধন করেছেন যথাক্রমে ৪৭ ও ৪৫ জন ক্রিকেটার। বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ২৯ ক্রিকেটার। 

এই ক্রিকেটারদের মধ্যে ৯ জনের দাম নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ। অর্থাৎ, এর চেয়ে কম টাকা তাদের দেওয়া যাবে না। এছাড়া বাকি ক্রিকেটারদের দাম নির্ধারণ করে দেওয়া হয়নি। অর্থাৎ, তাদের যেকোনো মূল্যে কেনা যাবে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার (১ কোটি ৮৯ লক্ষ টাকা প্রায়) পাউন্ডের ক্যাটাগরিতে রাখা হয়েছে আপাততম বোলিংয়ে নিষিদ্ধ সাকিবকে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ হাজার পাউন্ড নির্ধারণ করা হয়েছে লেগ স্পিনার রিশাদ হোসেনের মূল্য। 

৫২ হাজার পাউন্ড দাম ধরা হয়েছে তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস ও শেখ মেহেদী হাসানের। ৪১ হাজার ৫০০ পাউন্ডের ক্যাটাগরিতে আছেন তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও নাহিদ রানার। 

ড্রাফটে নাম লেখানো অন্য ক্রিকেটাররা হলেন- সৈয়দ খালেদ আহমেদ, নাসুম আহমেদ, আলিস আল ইসলাম, জাকের আলী অনিক, এনামুল হক বিজয়, এবাদত হোসেন চৌধুরী, জাকির হাসান, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, শহিদুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, হাসান মাহমুদ, রুয়েল মিয়া, মেহেদী হাসান মিরাজ , সৌম্য সরকার, রনি তালুকদা ও সাইফ উদ্দিন।