অপারেশন ডেভিল হান্টে যুবলীগ-শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ১৬:১১
শেয়ার :
অপারেশন ডেভিল হান্টে যুবলীগ-শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ অপারেশন ডেভিল হান্টে উপজেলায় যুবলীগের সভাপতি লোটাস শিকদার, শ্রমিক লীগের সভাপতি নিজাম উদ্দিন, রুবেল ও ওয়ারেন্টভুক্ত ২জনসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে সুবিদখালী মাদ্রাসার সামনে থেকে নিজাম ও রুবেলকে, সুবিদখালী বাজার থেকে লোটাস শিকদার ও বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত ২ আসামিকে গ্রেপ্তা করে পুলিশ। মির্জাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইলিয়াস, মামুন ও সরোয়ারের নেতৃত্বে পুলিশের কয়েকটি টিম আসামিদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার যুবলীগ সভাপতি লোটাসকে চাদাবাজী মামলায়, মাদক বহন করার অপরাধে শ্রমিক লীগ সভাপতি নিজাম ও রুবেলকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, সুবিদখালী মাদ্রাসা রোড়ে ও সুবিদখালী বাজারে ও বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচালনার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে লোটাস শিকদারকে গতবছরের দায়ের করা একটি চাঁদাবাজি, ভাঙচুর ও মারধরের মামলায় এবং নিজাম, রুবেল ও মিরাজকে মাদক মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, ‘অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। আমার এই মির্জাগঞ্জ থানা এলাকাকে মাদক ও সন্ত্রাস মুক্ত করব।