প্রতিরক্ষা খরচ বাড়ানোর প্রস্তাবে একমত ইইউ নেতারা

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মার্চ ২০২৫, ১১:৫০
শেয়ার :
প্রতিরক্ষা খরচ বাড়ানোর প্রস্তাবে একমত ইইউ নেতারা

প্রতিরক্ষা খাতে আরও বাজেট বাড়ানো প্রস্তাবে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা। এ ছাড়া ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। 

ইইউ-র নেতারা ইউরোপীয় কমিশনের প্রস্তাবকে স্বাগত জানালেন। সেই প্রস্তাবে বলা হয়েছে, ২৭টি সদস্য দেশের হয়ে ইইউ ১৫ হাজার কোটি ইউরো ঋণ নেবে। সেই অর্থ দেশগুলি নিজেদের এবং ইউরোপের প্রতিরক্ষা জোরালো করবে।

যৌথ বিবৃতিতে ২৭ দেশের শীর্ষনেতারা জানিয়েছেন, তাদের মন্ত্রীরা এখন এই প্রস্তাব নিয়ে জরুরি ভিত্তিতে বিস্তারে আলোচনা করবেন।

ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বুঝিয়ে দিয়েছে, তারা আর ইউরোপের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারবে না। তারা ইউক্রেনকে সামরিক সাহায্য ও গোয়েন্দা তথ্য দেয়া বন্ধ করে দিয়েছে। রাশিয়ার সঙ্গে চুক্তি করার জন্য তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপর সমানে চাপ দিয়ে যাচ্ছে। ব্রাসেলসের বৈঠকে ইউ নেতারা আগের মতোই ইউক্রেনের পাশে এসে দাঁড়িয়েছেন। শুধুমাত্র হাঙ্গেরির নেতা ভিক্টর অরবান এই প্রস্তাব সমর্থন করেননি।

ইউক্রেন নিয়ে ২৬টি দেশের নেতা জানিয়েছেন, ইউক্রেনকে বাদ দিয়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। ইউক্রেনকে আগের মতোই সাহায্য করে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রতিরক্ষা-খরচ বাড়ানো নিয়ে ইইউ নেতারা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে প্রতিরক্ষাখাতে খরচ বাড়ানোটা জরুরি ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ বৈঠকের পরে জানিয়েছেন, ইউক্রেনে যা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ইউরোপের প্রতিরক্ষা বাড়াতেই হবে।

ইউরোপীয় কাউন্সিলের তরফে আন্তেনিও কোস্তা বলেছেন, ‘আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেটাই পালন করছি। আমরা আমাদের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই।’

জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস বলেছেন, ‘ইইউ যে ঋণ নেয়ার নিয়ম শিথিল করে প্রতিরক্ষাখাতে খরচ বাড়ালো, এটা খুবই বড় সিদ্ধান্ত। তারা এই ক্ষেত্রে জার্মানিকেই অনুসরণ করছে।’