মোহনগঞ্জ থানা ঘেরাও /

রাব্বী হত্যার প্রধান আসামি গ্রেপ্তারের দাবি

মোহনগঞ্জ প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ০৯:০০
শেয়ার :
রাব্বী হত্যার প্রধান আসামি গ্রেপ্তারের দাবি

নেত্রকোনার মোহনগঞ্জে গোলাম রাব্বি হত্যা মামলার প্রধান আাসামি টিপু মিয়াকে গ্রেপ্তারের দাবিতে মোহনগঞ্জ থানা ঘেরাও করে তার সহপাঠীরা।

গতকাল বৃহস্পতিবার রাতে তার সহপাঠী তাসলিমা আক্তার প্রীতির নেতৃত্বে একটি মশাল মিছিল নিয়ে মোহনগঞ্জ থানা ঘেরাও করা হয়। এ সময় বিক্ষোভকারীরা থানা চত্বরে প্রধান আসামিকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করে শ্লোগান দেন।

 মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. শফিকুজ্জামান বিক্ষোভকারীদের দাবির মুখে প্রধান আসামিকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। 

এর আগে ওইদিন বিকেলে মোহনগঞ্জ পৌর শহরে স্টেশন রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহনগঞ্জ পৌর মাছ ও কাঁচাবাজার সমিতির উদ্যোগে এ মানববন্ধনে সমিতির সদস্যসহ সকল শ্রেণির মানুষ অংশ গ্রহণ করেন। মানববন্ধনে দাবি তোলা হয়, প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয়নি। অতি দ্রুত প্রধান আসামি টিপু মিয়াকে (৩৪) গ্রেপ্তার করে তার বিচার করতে হবে।

জানা গেছে, মামলায় ১২ জন আসামির মধ্যে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

উল্লেখ্য, গত রবিবার গোলাম রাব্বিকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে দুর্বৃত্তরা। এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পিতা টেংগাপাড়া এলাকার বাসিন্দা ও মোহনগঞ্জ মাছ ও কাঁচাবাজার সমিতির সভাপতি আনিছ মিয়া বাদী হয়ে ১২ জনকে আসামি করে মোহনগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।