আশুলিয়া থানার ওসিকে হেনস্তাকারী সেই যুবক গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ০৮:৪৭
শেয়ার :
আশুলিয়া থানার ওসিকে হেনস্তাকারী সেই যুবক গ্রেপ্তার

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয়ে আশুলিয়া থানার ওসিকে হেনস্তাকারী অন্তর্জালে ভাইরাল প্রতারক সুমন মিয়াকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুরের শাহরাস্তি থানার চিতষী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।

সুমন মিয়া চাঁদপুরের শাহরাস্তি থানার চান্দাইল এলাকার মৃত আব্দুর রবের ছেলে। তিনি আশুলিয়ার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক নেতা বলে জানিয়েছে পুলিশ।

গত বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পিয়ন পরিচয়ে গণমাধ্যম কর্মীদের সামনেই আশুলিয়া থানার ওসি মনিরুল ইসলাম ডাবলু সঙ্গে অসদাচরণ করেন সুমন মিয়া। তাকে ছাত্রলীগ নেতা বলেও উল্লেখ করেন তিনি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হলে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, এই নামে বিএনপি অফিসে কোনো পিয়ন নেই। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিজেই ফোন করে ওসিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর পর বিশেষ অভিযান চালিয়ে চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।