হিজাব নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ঢাবি

অনলাইন ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ২১:৫৭
শেয়ার :
হিজাব নিয়ে নতুন সিদ্ধান্ত নিল ঢাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রী ও নারী কর্মচারীদের পরিচয় শনাক্তকরণে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, হিজাব পরা শিক্ষক, ছাত্রী ও কর্মচারীদের পরিচয় শনাক্তকরণের জন্য নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নিতে হবে। এ ছাড়া পরিচয় শনাক্তকরণের জন্য ফিঙ্গারপ্রিন্ট বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতা নিয়ে পরবর্তীতে যাচাই করা হবে।