ঢাকা মেডিকেলে যৌথবাহিনীর অভিযান, ৩৩ দালাল আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) রোগীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে ১৯ জন নারী ও ১৪ জন পুরুষকে আটক করেছে যৌথবাহিনী। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল চত্ত্বর, বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ থেকে তাদেরকে আটক করে সেনাবাহিনী ও এনএসআইয়ের যৌথ দল।
এরপর আটকদের পরিচয় যাচাই-বাছাই করা হয়। যাছাই-বাছাই শেষে তাদের সর্বোচ্চ ৩ মাস কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।
হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আটকদের মধ্যে যারা হাসপাতালের স্টাফ রয়েছে, তাদের দোষ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দৈনিক বেতন ভিত্তিক কর্মচারীদের চাকরি থেকে বের করে দেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘এ ধরনের অভিযান চলমান থাকবে। ’
এরআগে, গত বছরের নভেম্বর মাসেও ঢাকা মেডিকেলে অভিযান চালানো হয়। সেই অভিযানে ২১ জনকে আটক করেছিল যৌথবাহিনী।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?