টিসিবির পণ্য নিতে এসে হাতাহাতি

নাটোর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ১৬:১৩
শেয়ার :
টিসিবির পণ্য নিতে এসে হাতাহাতি

নাটোরে খোলা বাজারে টিসিবির পণ্য বিক্রয়ের সময় লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে ক্রেতাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শহরের বড়হরিশপুর পয়েন্টে এ ঘটনা ঘটে।

টিসিবির ট্যাগ কর্মকর্তা আসরাফুল ইসলাম সিদ্দিকী বলেন, ‘পণ্য বিক্রয় শুরু হওয়ার পরে লাইনে দাঁড়ানো নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।  পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করলে পুনরায় পণ্য বিক্রি শুরু করা হয়।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন। সবুজ নামে একজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।

নাটোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথি জানান, ‘শহরের বড়হরিশপুরে টিসিবির পণ্য বিক্রয়ের সময় লাইনে দাঁড়ানো নিয়ে দুই জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় পণ্য বিক্রি শুরু করা হয়।

উল্লেখ্য, নাটোরে রমজান মাস জুড়ে খোলা বাজারে ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলার বিক্রি শুরু করছেন টিসিবি। প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে শহরের পাঁচটি স্থানে ভ্রাম্যমান ট্রাকে ২ কেজি মুশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল, ১ কেজি চিনি ও ২ কেজি ছোলা ৫১০ টাকায় বিক্রি করা হচ্ছে।