হুতির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১৫:২১
শেয়ার :
হুতির ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতির ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গোষ্ঠীর সাতজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থদপ্তর। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, এই কর্মকর্তারা সামরিক মান সম্পন্ন জিনিষপত্র এবং অস্ত্র ব্যবস্থা ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত এলাকায় চোরাচালান করে নিয়ে যায় এবং রাশিয়া থেকে অস্ত্র কেনার ব্যাপারে আলাপ- আলোচনা করে।

রাশিয়ার পক্ষে ইউক্রেনে যুদ্ধ করতে ইয়েমেনের লোকজনকে সংগ্রহ করার জন্য এবং হুতি সামরিক অভিযানের সমর্থনে অর্থ তোলার জন্য আব্দুলওয়ালী আব্দোহ হাসান আল জাবরি এবং তার প্রতিষ্ঠান আল জাবরি জেনারেল ট্রেডিং এন্ড ইনভেস্টমেন্ট কোম্পানির উপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন, ‘লোহিত সাগরে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার জন্য রাশিয়া, চীন ও ইরানের কাছ থেকে হুতির অস্ত্র ও অস্ত্রে উপাদান জোগাড় করার জন্য যুক্তরাষ্ট্র সরকার হুতিদের জবাবদিহিতার আওতায় আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

মঙ্গলবার পররাষ্ট্র দপ্তর জানায় তারা হুতি আন্দোলনকে ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে অভিহিত করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের প্রথম দিকেই এই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।