ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা!

বিনোদন ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ১২:৫১
শেয়ার :
ক্যানসার নিয়েই রোজা রাখছেন হিনা!

বলিউড তারকা হিনা খানের ফের কর্কট রোগে আক্রান্ত হওয়ার কথা সবার জানা। এরইমধ্যে চিকিৎসা নেওয়া শুরু করেছেন অভিনেত্রী। নিয়েছেন কেমো থেরাপি। এদিকে ক্যানসারের সঙ্গে লড়াই চলা সত্ত্বেও রোজা রাখছেন হিনা। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন বিষয়টি।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘রমজান মুবারক। আমাকে দেখতে কেমন লাগছে? প্রথমদিনে সাহরি টু ইফতারের জার্নি। আল্লাহমুদিল্লাহ। সকলের প্রার্থনায় আমাকে মনে রেখো।’ 

ক্যানসারে আক্রান্ত হওয়ার পরও এতটুকু ভেঙ্গে পড়েননি এ নায়কা। নিয়ম মেনে রোজা পালন করছেন তিনি। ইনস্টাগ্রাম স্টোরিতে খেজুরের বাটি হাতে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ইফতারের জন্য প্রস্তুত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক ছবিতে দেখে গেছে, পরনে হালকা সবুজ রঙের সালোয়ার কামিযে হিনায় মুগ্ধ ভক্তরা। নিজের হাতে ফুল দিয়ে ঘর সাজাচ্ছেন। টেবিলে সাজানো বাহারি সব খাবার। মায়ের সঙ্গে ইফতারের ছবি, প্রশংসায় ভাসাচ্ছেন তার ভক্ত অনুরাগীরা।

রোজা পালনের মাঝেও নিয়মিত জিমে যাওয়ার অভ্যাসে বদলাতে চান না এ অভিনেত্রী। ইনস্টা হ্যান্ডেলে জিমে শরীরচর্চার ছবি পোস্ট করে লিখেছেন, ‘এটা বজায় রাখা খুব কঠিন ছিল। বিশেষ করে কঠিন অস্ত্রোপচারের পর। তবুও আমি হাল ছাড়িনি।’  

এ ছাড়া অন্য এক ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আমি ডেইল রুটিন মেনে চলার চেষ্টা করিছ। ধীরে ধীরে স্বাভাবিক জীবনের মূল স্রোতে ফিরতে চাইছি। রমজান পালনের প্রথম দিন...তোমরা সবাই কেমন আছ?’

উল্লেখ্য, কঠিন অস্ত্রোপচারের পর হাঁটার ক্ষমতা ছিল না হিনার।