গভীর রাতে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন

অনলাইন ডেস্ক
০৬ মার্চ ২০২৫, ০৮:৩৭
শেয়ার :
গভীর রাতে গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন

রাজধানীর গাবতলীর শাহী মসজিদ বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

 আজ বৃহস্পতিবার ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দপ্তর। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা ওয়্যারহাউস ইন্সপেক্টর রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৩টা ৮ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একই সঙ্গে আগুন লাগার কারণও জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তা রাকিবুল হাসান।