অঞ্জন স্মরণে ‘মেঘমল্লার’
চলচ্চিত্রের কর্মী, নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহিম অঞ্জনের স্মরণে অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। আগামী শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে এই স্মরণসভা। যেখানে শর্ট ফিল্ম ফোরামের সদস্য ছাড়াও উপস্থিত থাকবেন অঞ্জনের পরিবার, স্বজনসহ চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
শর্ট ফিল্ম ফোরাম থেকে জানানো হয়েছে, শুক্রবার বিকেল ৩টায় শুরু হবে স্মরণসভা। ইফতারের পর একই মিলনায়তনে দেখানো হবে অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মেঘমল্লার’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কিত এই সিনেমাটি কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প ‘রেইনকোট’ অবলম্বনে নির্মিত। ‘মেঘমল্লার’ পরিচালনার পাশাপাশি এর চিত্রনাট্যও রচনা করেন জাহিদুর রহিম অঞ্জন। এই দুই বিভাগসহ সিনেমাটি মোট ৫টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
সরকারি অনুদানে তিনি সবশেষ নির্মাণ করেন ‘চাঁদের অমাবস্যা’। শুটিং সম্পন্ন করে গেল বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি। তবে খুব শিগগির সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন। প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
বলা দরকার, বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন অঞ্জন। বিগত কয়েক মাস ধরে ভারতে চিকিৎসাধীন ছিলেন তিনি। সবশেষ তিনি ভর্তি ছিলেন বেঙ্গালুরু স্পর্শ হাসপাতালে। ফেব্রুয়ারির মাঝামাঝিতে তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়। নেওয়া হয় লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী এই নির্মাতা। ২৬ ফেব্রুয়ারি তার মরদেহ দেশে নিয়ে আসা হয় ঢাকায়। পরদিন জাতীয় জাদুঘরের সামনে শ্রদ্ধা নিবেদন শেষে আজিমপুর কবরস্থানে মায়ের কবরে সমাহিত হন অঞ্জন।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’