মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নেত্রকোনার বারহাট্টায় মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১১টায় বারহাট্টা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ভুক্তভোগী খালেদ হাসান ইমন ও রুবাই।
লিখিত বক্তব্যে খালেদ হাসান ইমন বলেন, ‘বারহাট্টা উপজেলার ২ নং সাহতা ইউনিয়নের ধলাপাড়া গ্রামের মৃত সবুদ আলীর ছেলে আতাউর রহমান এবং আমরা একই এলাকার বাসিন্দা। আতাউর রহমান পতিত আওয়ামী সরকারের প্রভাব কাটিয়ে দীর্ঘদিন ধরে একটি সরকারী খাল ভোগ দখল করে আসছিলেন। গত ৫ আগস্টের পর এই খাল উদ্ধারের জন্য অভিযোগ করেন আমার চাচা রফিকুল ইসলাম। পরবর্তীতে রফিকুল এবং আমাদের হেনস্তা করার জন্য মিথ্যা আগুন সন্ত্রাসের নাটক সাজায় আওয়ামী দোসর আতাউর রহমান ও তার দুই ছেলে সুমন ও রাজন। আমাদের বিরুদ্ধে মিথ্যা আগুন সন্ত্রাসের নাটক সাজিয়ে পত্রিকায় সংবাদ ছাপানো হয়। ওই সংবাদে আমাদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, সাজানো এবং মনগড়া তথ্য ব্যবহার করা হয়। আগুন লাগানোর ঘটনার সঙ্গে আমরা কেউই জড়িত নই। আমাদের হেনস্তা করার জন্য সংবাদ প্রতিনিধিকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আতাউর রহমানের ছেলেরা আমাদের জড়িয়ে সংবাদ প্রকাশ করিয়েছেন। যে সংবাদের তথ্যের বিষয়ে আমরা অবগত নই।’
অপর ভুক্তভোগী রুবাই বলেন, ‘আগুন সন্ত্রাসের যে নাটক সাজানো হয়েছে, সেদিন আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ছিলাম। অথচ তারা আমার নামও ওই মিথ্যা সংবাদে প্রকাশ করে।’
এদিকে বারহাট্টা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম বলেন, ‘খালেদ হাসান ইমন আমার বারহাট্টা উপজেলা ছাত্রদলের সদস্য। তাকে এবং অন্যানদের নিয়ে যে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিএনপিকে হেয় প্রতিপন্ন করার জন্যই অপচেষ্টা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’