যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১৪:১৫
শেয়ার :
যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ গেইটে এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে যুবদলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে রামগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন পলাশ লিখিত বক্তব্য দেন। 

তিনি বলেন, ‘১৭ বছর ধরে ত্যাগের শিকার ও পরীক্ষিত কর্মীদের বাদ দিয়ে রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের কমিটি দেওয়া হয়েছে। গত ১ মার্চ রাতে ফেসবুকে প্রচার করা কমিটিগুলোর প্যাডে তারিখ ছিল না। ত্যাগী ও মামলা-হামলার শিকার নেতাকর্মীদের স্থান দেওয়া হয়নি। এজন্য ৪টি দাবি নিয়ে আমরা সংবাদ সম্মেলন করেছি। 

দাবিগুলো হলো- নতুন কমিটি থেকে গত ১৭ বছর নিস্ক্রিয়দের নাম বাতিল করতে হবে। পরীক্ষিত কর্মীদের রেকর্ড যাচাই করে সকল গ্রুপের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন কমিটি গঠন করতে হবে। পৌরসভার একই ওয়ার্ড থেকে ৫-৬ জনকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়, যা গঠনতন্ত্র বিরোধী। নতুন কমিটিতে ফ্যাসিবাদের দোসরদের যাচাই বাছাই করে বাদ দিয়ে ত্যাগীদের স্থান করে দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আলাউদ্দিন বেগ, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক তাজল ইসলাম, জেলা যুবদলের সদস্য সুমন চৌধুরী, যুবদল নেতা মারুফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফারুক শেখ, সাবেক সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, করপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম-সাধারণ তারেক আজিজ প্রমুখ।

এদিকে লক্ষ্মীপুর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, ‘গিয়াস উদ্দিন পলাশ প্রায় ১৮ বছর দায়িত্বে ছিলেন। এখন নতুন নেতৃত্ব দেওয়া হয়েছে। এছাড়া তারা যে দাবি তুলেছেন, তা সত্য নয়।’