এতিমদের ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না শরিফুলের

ধামরাই প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১২:৪৮
শেয়ার :
এতিমদের ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না শরিফুলের

এতিমখানায় ইফতার দিয়ে বাড়ি ফেরা হলো না মোটরসাইকেল আরোহী সেনা সদস্য মো. শরিফুল ইসলামের । পথিমধ্যেই প্রাণ গেল কাভার্ড ভ্যানের চাপায়। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই জন।

গত মঙ্গলবার রাতে সদর ইউনিয়নের ডেমরানা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত শরিফুল ইসলাম কাকরান হালুয়াপাড়া গ্রামের মো. মোশাররফ হোসেনের ছেলে। তিনি রাঙামাটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফুল ইসলাম এতিমখানায় ইফতার দিয়ে মোটরসাইকেলে তিন বন্ধু বাসায় ফিরছিলেন। এ সময় ডেমরান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে সংঘর্ষে হয়। এতে তিন জন মোটরসাইকেল থেকে ছিটকে মাটিতে লুটিয়ে পড়ে যান। আর ঠিক তখনই পেছন দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের নিচে পড়ে যায় শরিফুল। ঘটনাস্থলেই তিনি মারা যান। অপরদিকে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানার এসআই শাখাওয়াত বলেন, ‘আমরা ইফতারের পূর্ব মুহুর্তে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে কাউনে না পেয়ে নিহত সেনা সদস্যের বাড়িতে গিয়ে মরদেহ পাই। সেখানেই সুরতহাল করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করি। এ ঘটনায় একটি সাধারন ডায়েরি করা হবে।’