ধূমপান বিতর্কে মুখ খুললেন চমক
রাজধানীর লালমাটিয়ার একটি চায়ের দোকানে দুই তরুণীর প্রকাশ্যে ধূমপান নিয়ে একজন বয়স্ক ব্যক্তির সঙ্গে বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরপর আশপাশের লোকজন জড়ো হয়ে দুই তরুণীর ওপর চড়াও হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পরই উত্তপ্ত হয় নেটদুনিয়া। বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীও।
তার মতে, ওপেন জায়গায় সিগারেট খাওয়া কিন্তু নারী-পুরুষ সবার জন্যই নিষেধ। এটা একটা অফেন্স। এজন্য ওপেন সিগারেট না খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা এমন বক্তব্যের পর তার অপসারণ চেয়ে বিক্ষোভও করেছেন একশ্রেণির মানুষ। তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান। আবার অনেকেই উপদেষ্টার বক্তব্যের সমর্থন জানিয়ে ফেসবুকে লিখেছেন নানা কথাও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
এবার এ প্রসঙ্গে কথা বললেন ছোটপর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তার মতে, সিগারেট নারী-পুরুষ দু‘জনের শরীরের জন্যই ক্ষতিকর। তাই সকলেরই উচিত ধূমপান থেকে বিরত থাকা।
গতকাল মঙ্গলবার এক ফেসবুকবার্তায় চমক লিখেছেন, ‘সিগারেট একটি নারীর শরীরের জন্য যতটুকু ক্ষতিকর, পুরুষের শরীরের জন্যও ঠিক ততটুকু ক্ষতিকর। নারী পুরুষ সবাই ধূমপান করা থেকে বিরত থাকুন।’
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
চমকের এমন কথার সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। কেউ কেউ আবার কটাক্ষও করেছেন এই অভিনেত্রীকে। তবে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়ায় দেখা যায়নি এই অভিনেত্রীকে।
বলা দরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তথ্যানুযায়ী, যে কোনো প্রকার তামাকই প্রাণঘাতী। ধোঁয়াযুক্ত তামাকজাত দ্রব্যে প্রায় ৭ হাজারের উপর রাসায়নিক পদার্থ থাকে। এর মধ্যে কমপক্ষে ২৫০ টির মতো রাসায়নিক পদার্থ বিষাক্ত ও ক্যানসারের কারণ হিসেবে পরিচিত। ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলেও মারাত্মক স্বাস্থ্য সমস্যা ঘটতে পারে। কখনো কখনো তা প্রাণঘাতীও হতে পারে। পরোক্ষ ধূমপানও মৃত্যুসহ স্বাস্থ্যের জন্য নানা ধরণের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’
ডব্লিউএইচও জানায়, প্রচলিত তামাকজাত দ্রব্যের মতই নতুন ধরনের তামাকজাত দ্রব্যগুলোতেও একই ধরণের রাসায়নিক পদার্থ থাকে এবং তা শরীরের জন্য ক্ষতিকারক। যে সকল ব্যক্তি জীবনভর ধূমপান করেন, তারা গড়ে কমপক্ষে ১০ বছর কম বাঁচেন। বিশ্বব্যাপী, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তামাক সেবনের ফলে, প্রতি ৪ সেকেন্ডে এক জন এবং প্রতিদিন ২২ হাজার জনের অধিক মানুষ মারা যায়। তামাক ব্যবহারের ফলে মানুষের শরীরের প্রায় সব অঙ্গই ক্ষতিগ্রস্থ হয়।