অপারেশন ডেভিল হান্ট /
পার্বতীপুরে মাদক ব্যবসায়ী আটক
রংপুরের বদরগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সেনাবাহিনীর এক অভিযানে ২২ পিস ইয়াবা ও ৩৩টি ফুয়েলসহ সুমন মিয়া (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে ।
গতকাল খোলাহাটি নামক এলাকার একটি আমবাগানে মাদক বিক্রি করা অবস্থায় তাকে আটক করা হয়। বিষয়টি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নাঈম আমাদের সময়কে নিশ্চিত করেছেন।
জানা যায়, এ উপজেলায় মাদক ব্যবসা করে ফুটপাত থেকে রাতারাতি বাড়িগাড়ি ও জমাজমির মালিক হন ২০/৩০জন। তাদের অসৎপথে সল্প সময়ে উন্নতি দেখে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হতাশাগ্রস্ত ও কর্মহীন কতিপয় নেতাকর্মী মাদক ব্যবসায় গোপনীয়ভাবে জড়িয়ে পড়ে। ফলে মাদকে আসক্ত হয়ে পড়ছে যুব সম্প্রদায়। মাদকাসক্ত সন্তানদের নিয়ে চরম আতংকে তাদের পরিবার।
তথ্যানুসন্ধানে দেখা গেছে, শেখ হাসিনার সরকার পতনের পর এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, হাটবাজার ও জবরখবর ঘটনাগুলোতে অধিকাংশ রাজনৈতিক সংগঠনের পরিচয়ধারী কতিপয় মাদকাসক্ত নেতাকর্মী ও যুবসম্প্রদায় জড়িত রয়েছে। ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অপারেশন ডেভিল হান্ট ঘোষণা দেওয়ার পর একের পর এক অভিযানে এ উপজেলায় আওয়ামী লীগের মামলাধারী ৫জন নেতাসহ ৮/৯ জন কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এলাকাবাসী অবিলম্বে রাজনৈতিক পরিচয়ধারী মাদকাসক্ত ও সন্ত্রাসীদের আটকের জন্য অপারেশন ডেভিল হান্টের প্রতি জোর দাবি জানিয়েছেন।
এদিকে ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে খোলাহাটী কলেজ মোড় নামক একটি আমবাগান থেকে সুমন মিয়াকে ২২ ইয়াবা ও ৩৩ ফুয়েলসহ তাতে আটক করে সেনাবাহিনীর একটি দল। সুমন মিয়া পার্বতীপুর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামে শহিদুল ইসলামের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে এম আতিকুর রহমান জানান, সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাকে ইয়াবা ফুয়েলসহ আটক করে থানায় সোপর্দ করেছেন।