বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের না রাখায় প্রতিবাদ সভা, বিক্ষোভ

তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১১:৩২
শেয়ার :
বিএনপির আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের না রাখায় প্রতিবাদ সভা, বিক্ষোভ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী, জেল জুলুম সহ্য করা বিএনপি নেতা কর্মীদের না রেখে ফ্যাসিস আওয়ামী লীগের দোসরদের রাখায় কমিটি প্রত্যাখান করে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের জনতা বাজারে এ সভা হয়। 

সভা শেষ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। 

উপজেলা উত্তর বড়দল ইউনিয়নের নেতাকর্মীদের না রাখায় পদ বঞ্চিতরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

প্রতিবাদ সভায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম শাহ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল হোসেন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আবুল কাসেম, রফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হুসেন, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ.মোতালিব, যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম, বড়দল উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক আবু তাহের প্রমুখ।

এ সময় বক্তাগন বলেন, ‘গত ০৩-০৩-২০২৫ সুনামগঞ্জ জেলার ১২টি উপজেলা ও ০৪টি পৌরসভাসহ ১৬ ইউনিটের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। তাহিরপুর উপজেলা ২১ সদস্যের আহ্বায়ক কমিটিতে আত্মীয়করণ, আওয়ামীলীগ এর দোসরদের পুনর্বাসন করেছে জেলা আহ্বায়ক কমিটি।’ এছাড়া কমিটিতে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের না রাখায় তারা কমিটি প্রত্যাখ্যানের দাবি জানান।

নেতাকর্মীরা আরও দাবি জানান শালা-দুলাভাইয়ের কমিটি বাতিলের। শুধু তাই নয়, কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের রেখে তৃনমুল নেতাকর্মীদের বঞ্চিত করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে রাখায়। এছাড়া গত ১৭ বছর ধরে আওয়ামী লীগের সঙ্গে আতাত করে কোটি কোটি টাকা বানিয়েছে বিএনপি নামদারী নেতাকর্মীরা। কমিটিতে আওয়ামী লীগের দোসরদের বাতিল করার দাবি জানান পদ বঞ্চিত ত্যাগী ও জেলখাটা নেতাকর্মীরা।