যশোরের প্রথম নারী পুলিশ প্রধান রওনক জাহান

যশোর প্রতিনিধি
০৫ মার্চ ২০২৫, ১০:৪০
শেয়ার :
যশোরের প্রথম নারী পুলিশ প্রধান রওনক জাহান

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার রওনক জাহান যশোরের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ দেওয়া হয়। তিনি যশোরের ৫১তম এসপি এবং স্বাধীনতার পর প্রথম নারী পুলিশ প্রধান হলেন। নেত্রকোনা জেলার পূর্বধলার সন্তান ২৭ তম বিসিএসের কর্মকর্তা যশোরের নতুন এ পুলিশ সুপার দীর্ঘদিন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

উল্লেখ্য, যোগদানের ৬ মাসের মাথায় যশোরের পুলিশ সুপার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে গত ১৭ ফেব্রুয়ারি প্রত্যাহার করা হয়। সেই থেকে অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী ভারপ্রাপ্ত এসপি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।