ফেনীতে বাজার মনিটরিং, ৮২ হাজার ৭'শ টাকা জরিমানা
ফেনীতে সোমবার দিনব্যাপী পুরো জেলায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। এ সময় ৪০ জনকে ৮৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। পবিত্র রমজান মাসে বাজার মনিটরিং ও পৌরসভা এলাকায় যানজট নিরসনে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১১টি মামলায় ৪০ দণ্ডিত ব্যক্তির ৮৩,৭০০ টাকা অর্থদণ্ড নেওয়া হয়েছে।
সোনাগাজীর কাজীরহাট, মঙ্গলকান্দি অভিযান করেন সোনাগাজীর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, ফুলগাজী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানিয়া ভূইয়া, ছাগলনাইয়া বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবল চাকমা, ফেনী সদর উপজেলার ধলিয়া বাজার ও হাজীর বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরীন কান্তা এবং দাগনভূইয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীদুল আলম।
এছাড়া জেলা সদরের পৌর হকার্স মার্কেটে বাজার মনিটরিং করেন ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন, মহিপাল কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন তানভীর আহমেদ, মাহবুবা মুনমুন, শামীমা আক্তার, সহকারী কমিশনারবৃন্দ।
পৌর হকার্স মার্কেট এলাকায় যানজট নিরসনের লক্ষ্যে ফুটপাত হতে অবৈধ দোকান অপসারণ/উচ্ছেদ করেন ম্যাজিস্ট্রেট সৌভিক রায়, মজিবুর রহমান । রমজানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে জেলা প্রশাসন সূত্রে।