ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

যশোর প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ১৮:৪৩
শেয়ার :
ট্রাফিক পুলিশের নাক ফাটানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যের নাকে ঘুষি মারা যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাওন ইসলাম সবুজকে বহিষ্কার করা হয়েছে। গত রবিবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শাওন ইসলাম সবুজকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। এছাড়া বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত শাওন ইসলাম সবুজের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর বলেন, ‘সিটি কলেজ ছাত্রদলের সেক্রেটারি শাওন ইসলাম সবুজের বহিষ্কারের চিঠি ফেসবুকে দেখেছি। এ ঘটনায় আমরা বিব্রত। ব্যক্তির দায় তো সংগঠন নেবে না।’

তিনি আরও বলেন, ‘ছাত্রদল সুশৃঙ্খল দল। এই বহিষ্কার থেকে ছাত্রদলের নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। বিশৃঙ্খলা করলে দলে জায়গা নেই।’

উল্লেখ্য, গত শনিবার রাত ৯টার দিকে শহরের জেল রোডে মোটরসাইকেল আড় করে রেখে আড্ডা দিচ্ছিলেন শাওন ও তার কয়েক বন্ধু। সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্য শরিফুল ইসলাম তাকে মোটরসাইকেল সরিয়ে নিতে বলেন। এ সময় উত্তেজিত হয়ে শাওন বলেন, ‘তোর টিআই আমাকে গাড়ি সরাইতে বলতে পারে না, আর তুই গাড়ি সরাইতে বলিস, তোর এতো সাহস কীভাবে হয়।’ কিছু বুঝে ওঠার আগেই ওই পুলিশ সদস্যের মুখে ঘুষি মারেন এবং ইউনিফর্ম ছিড়ে দেন।