ভৌতিক সিনেমার পোস্টার দেখে হাসির রোল!

বিনোদন প্রতিবেদক
০৪ মার্চ ২০২৫, ১৬:২১
শেয়ার :
ভৌতিক সিনেমার পোস্টার দেখে হাসির রোল!

ভৌতিক ঘরানার সিনেমা ‘জ্বীন’। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে গত বছর ঈদে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি। আর এই ঈদে আসছে এর তৃতীয় কিস্তি ‘জ্বীন-৩’। নতুন কিস্তিতে এবার দেখা যাবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও আবদুন নূর সজলকে। এটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘জ্বীন-৩’র ঘোষণা আসে গতকাল সোমবার রাতে। জাজের ফেসবুকে পেজে প্রকাশিত হয় সিনেমার পোস্টারও। যেখানে দেখা যায়, সাদা বস্তায় বন্দি একটি শিশু, যার চোখ সাদা। চারপাশে ধোঁয়া ও অন্ধকারের মধ্যে আগুনের আবছা কুণ্ডলী। পোস্টারে উল্লেখ আছে এতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া, সজল, নাদের চৌধুরীসহ অনেকে।

পোস্টার প্রকাশের ২১ ঘণ্টার মধ্যেই দেখা যায়, ৩.৯ হাজার রিয়েকশন পড়েছে! যার মধ্যে ২.৮ হাজার’ই হা হা রিয়েক্ট! ভৌতিক সিনেমায় পোস্টারে এমন ‘হা হা রিয়েক্ট’ দেখে নেটিজেনরা বিষ্মিত।

মুশতাক আহমেদ নামে একজন লিখেছেন, ‘পোস্টের রিয়েক্ট দেখে বোঝা যাচ্ছে পোস্টার মানুষের কেমন লেগেছে।’

নীল মোহনা লিখেছেন, ‘আগের জ্বীনে ভৌতিক সিনেমার কথা বলে কমেডি সিনেমা দেখানো হয়েছে। এ কারণে মানুষ হা হা দিয়ে মজা নিচ্ছে।’

আদনান নামে আরেকজন লিখেছেন, ‘কী বানাচ্ছে এটা? পোস্টার দেখে হাসব নাকি ভয় পাবো?’