ঢাকা-আরিচা মহাসড়কে ডাকাতি ও ছিনতাই, আটক ৫
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বিভিন্ন সময়ে সংঘটিত ছিনতাই-ডাকাতির সঙ্গে জড়িত পেশাদার ৫ ছিনতাইকারীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে ডিবি।
গতকাল সোমবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে সাভারের হেমায়েতপুর, ব্যাংক টাউন ও বাজার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দীন জানান, ঈদকে কেন্দ্র করে রমজান মাসে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই-ডাকাতি বেড়ে যাওয়ার সংবাদ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি রোধে এবং ছিনতাই-ডাকাতি রোধে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান শুরু করে। সেই বিশেষ অভিযান থেকে পেশাদার ৫ ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা মহাসড়কে যাত্রী ও পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, স্বর্ণালংকার লুট করে নিয়ে যেতে।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন শেষে রিমান্ড আবেদন করে আজ মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হবে বলেও জানান ডিবি পুলিশের এই কর্মকর্তা।