আইসিএমএবি সিবিসির নতুন অফিস বিয়ারার নির্বাচিত
সংগৃহীত ছবি
দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা কাউন্সিল (সিবিসি) ২০২৫ সালের অফিস বিয়ারার নির্বাচনের জন্য একটি যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে মো. আনিসুজ্জামানকে চেয়ারম্যান এবং নাজমুল ইসলামকে সচিব নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া ওয়াহিদ উল্লাহ ভাইস চেয়ারম্যান এবং মো. আবু মনছুর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।
গত ২৭ ফেব্রুয়ারি দি ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশের (আইসিএমএবি) চট্টগ্রাম শাখা কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সিএমএ ভবনে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, মো. আনিসুজ্জামান বর্তমানে এম এম ইস্পাহানি লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং কোম্পানির সেক্রেটারি হিসেবে কর্মরত। নাজমুল ইসলাম স্ভিতজার বাংলাদেশে ফাইন্যান্স ম্যানেজার (হেড অফ ফাইন্যান্স) হিসেবে কর্মরত।
ওয়াহিদ উল্লাহ ক্লিফটন গ্রুপে জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) হিসেবে নিয়োজিত আছেন এবং মো. আবু মনছুর কেওয়াই সিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড (এ কনর্সান অব কেডিএস গ্রুপ) এ সিনিয়র ম্যানেজার (অর্থ ও হিসাব) পদে অধিষ্ঠিত।