মোটরসাইকেল দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি
০৪ মার্চ ২০২৫, ০৯:৫১
শেয়ার :
মোটরসাইকেল দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

মোটরসাইকেল দুর্ঘটনায় জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গোলাম নাছির বিপ্লব নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফিচকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেলচালক আহত হয়েছেন। 

নিহত গোলাম নাছির বিপ্লব উপজেলার মধ্য মালঞ্চা গ্রামের নুরুল ইসলাম ছেলে।

পুলিশ ও সিসিটিভির ফুটেজ সূত্রে জানা গেছে, একটি সিএনজি সড়কের বাম পাশ দিয়ে আসছিল। ফিসকার ঘাট এলাকায় হেঁটে আসা এক ব্যক্তি বাম পাশ থেকে ডান পাশে আসেন। এমন সময় ওই সিএনজিও ডান পাশে চলে আসে। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে যাচ্ছিল। ওই স্থানে গিয়ে চালক মোটরসাইকেলকে নিয়ন্ত্রণ করতে না পেরে সিএনজিতে ধাক্কা দেয়। মোটরসাইকেলে থাকা দুজন সড়কে ছিটকে পড়েন। এতে মোটরসাইকেল আরোহী গোলাম নাসির বিপ্লব ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিক ছুটে এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজি চালকের বাড়ি সেখানেই। তিনি সেখানে এসে সিএনজি একপাশ থেকে অন্যপাশে ঘুরিয়ে নেন। এ সময় দুর্ঘটনা ঘটে। যিনি মারা গেছেন তিনি স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গোলাম নাছির বিপ্লবের সড়ক দূর্ঘটনায় আকস্মিক মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতি দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক দল। নেতারা বিপ্লবের শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।