এই সরকার নির্বাচন দেওয়ার সরকার: জয়নুল আবদিন ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘এই সরকার একটি নির্বাচন দেওয়ার সরকার। হাসিনা ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এই সরকার কিছুটা সংস্কার করে অবশ্যই নির্বাচন দেবে।বিএনপিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে কথা ছিল এটাই।’
আজ সোমবার নোয়াখালীর সেনবাগে কাবিলপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক ইফতার মাহফিল পূর্ব সভায় প্রধান অতিথির বক্তব্যে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নবগঠিত জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানিয়ে সাবেক এই বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘আমাদের নেতা (জিয়াউর রহমান) ছিলেন বহুদলীয় গণতন্ত্রের জনক। আমরা ছাত্রদের পক্ষ থেকে নতুন দলকে স্বাগত জানাই। আপনারা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাবেন, সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করবেন এবং জনগণের অধিকারের জন্য সংগ্রাম চালিয়ে যাবেন।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
স্থানীয় নির্বাচনের দাবি উত্থাপনকারীদের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘একটি দল এখন স্থানীয় নির্বাচন চাইছে, কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আমরা আগে সংসদ নির্বাচন চাই। এমপি নির্বাচনই চাই, চেয়ারম্যান, মেম্বার নির্বাচন আমরা চাই না।’
শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘ক্ষমতায় আসার পর হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান, নোয়াখালী জেলা পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।